সার্বজনীন নারীবাদী মূল্যবোধ (Universal Feminist Values) বলতে বোঝায় এমন কিছু মূলনীতি যা সব দেশ ও সংস্কৃতির জন্য সমানভাবে প্রযোজ্য। এর মধ্যে রয়েছে নারী-পুরুষের সমান অধিকার, শিক্ষায় ও কর্মক্ষেত্রে সমান সুযোগ, বৈষম্যহীনতা এবং নারীর নিজের শরীর ও জীবনের ওপর পূর্ণ সিদ্ধান্ত নেবার অধিকার। যেমন জাতিসংঘের CEDAW সনদে বিশ্বব্যাপী নারীর অধিকারকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সাংস্কৃতিক প্রেক্ষাপটে অভিযোজন (Cultural Adaptation of Feminism) বলতে বোঝায় নারীবাদের ধারণা ও আন্দোলনকে নির্দিষ্ট সমাজের সংস্কৃতি, রীতি-নীতি ও সামাজিক কাঠামোর সাথে মিলিয়ে উপস্থাপন করা। এতে বার্তাগুলো স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। যেমন দক্ষিণ কোরিয়ায় নারীবাদীরা কনফুসীয় পারিবারিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে কর্মক্ষেত্রে নারীর অধিকার নিয়ে লড়াই করেছে, বা দক্ষিণ এশিয়ায় মেয়েদের শিক্ষাকে “পরিবারকে শক্তিশালী করার উপায়” হিসেবে প্রচার করা হয়েছে।