দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেভেনসি পরিবারের সন্তান পিটার, এডমান্ড ও লুসিকে এক আত্বীয়ের বাসায় রাখা হয়। তারা সেই বাসাতে একদিন লুকোচুরি খেলার সময় একটি আলমারী আবিষ্কার করে যেটাতে ঢুকে তারা নার্নিয়া নামে একটি জাদুর পৃথিবী আবিষ্কার করে৷ সেখানে বিভিন্ন ধরণের জাদুর জীব, পরী, রাজা, রাণী ইত্যাদি আছে৷ নার্নিয়াতে পৃথবীতে তারা বসবাস করতে শুরু করে এবং বিভিন্ন অভিজানে যায়৷ সে পৃথিবীতে তারা একজন ক্ষমতাসীন ডাইনীকেও পরাস্থ করে এবং সেখানকার রাজা রাণী উপাধি অর্জন করে। পনের বছর পরে তারা যখন যুবক যুবতী হয় তখন তারা আবার সেই আলমারী আবিষ্কার করে। বিতর্কের স্বার্থে তারা যদি একবার ফেরত আসে তাদের বাস্তব পৃথিবীতে, তবে তারা আর নার্নিয়া আর ফেরত যেতে পারবেনা। তারা ফেরত গেলে পনেরো বছর পূর্বের বয়সে সেই অবস্থাতেই ফেরত যাবে। তবে নার্নিয়া সম্পর্কে সকল স্মৃতি বহাল থাকবে।