Mitsubishi A6M দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহার হওয়া জাপানের পক্ষে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা সেসময়ের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতবেগের বিমান ছিল,যার দ্বারা বহু মানুষের প্রাণ বিনাশ ও ক্ষতি সাধন করে জাপান তার প্রতিপক্ষের।
Jiro জাপানের একজন মেধাবী ইঞ্জিনিয়ার যার ছোটোবেলা থেকেই তৎকালীন যানবাহন এর সমস্যাসমূহ ঠিক করার বিশেষ আগ্রহ (Obsession) ছিল। সময়ের সাথে সাথে সে দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ার হয়ে উঠে এবং দেশের জন্য তৎকালীন সেরা যান তৈরির প্রজেক্ট তার হাতেই পরিচালিত হয়,যা একটি দ্রুতগামী বিমান। তার লক্ষ্য ছিল শুধু চলাচলের সমস্যা সমাধান করা সরকার এর সাথে কাজ করে,তার প্রযুক্তি পরবর্তী প্রাথমিক প্রটোটাইপ তৈরি হলে তা চারদিকে সারা ফেলে দেয় এবং সে ধীরে ধীরে সেটি আরো আপগ্রেড করতে থাকে।
তবে সেই প্রযুক্তি সরকার চলাচলের বদলে যুদ্ধ বিমানেও ব্যবহার করে তবে সেই ব্যবহার Jiro উপেক্ষা করে তার প্রজেক্ট কম্প্লিট করে,যার নাম হয় Mitsubishi A6M।
তবে এই উদ্ভাবনের সময়ে সে এতো বেশি ব্যস্ত থাকে যে তার স্ত্রী অসুস্থ হয় এবং ও তাকে ছেড়ে চলে একটা সময়ের পর তবে সে সেদিকে ভ্রুক্ষেপ না করে তার উদ্ভাবনে মনোনিবেশ করেছিল।